বান্দরবানে ঘর পাচ্ছে ভূমি-গৃহহীন পরিবার

প্রকাশঃ ২৩ জানুয়ারী, ২০২১ ১২:১৫:০৮ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৩:১৩:৪৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে প্রথম পর্যায়ে ৩৩৯টি ঘর পাচ্ছে ভূমি ও গৃহহীন পরিবার। শনিবার (২৩ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মধ্যে এ ঘরগুলোর হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বান্দরবান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মধ্যে এ ঘরগুলোর হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত থাকবেন এর মধ্য দিয়ে জেলায় ভূমি ও গৃহহীন পরিবারগুলো মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পাবে।

বান্দরবান জেলা প্রশাসন সূত্রে আরো জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে বান্দরবানের সাতটি উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে ৬হাজার ৮শত ৬৭ জন গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে এবং প্রথম পর্যায়ে ২হাজার ১শত ৩৪টি বাড়ী তৈরির কাজ চলমান রয়েছে এবং ২৩ জানুয়ারী প্রথমে বান্দরবানের তৈরিকৃত ৩শত ৩৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে অন্যান্যদের এই সুবিধা নিশ্চিত করা হবে।

ভূমি ও গৃহহীন পরিবারদের ঘর বিতরণ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে সকাল ৯.৩০ মিনিটে অতিথিদের আসন গ্রহণ হবে এরপরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাগত বক্তব্য প্রদান করবে । ৯.৪৫ মিনিটে উপকারভোগীরা বক্তব্য রাখবে এবং ১০.০৫মিনিটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি বক্তব্য রাখবেন। ১০.০৫ মিনিট থেকে ১১.৪৫মিনিট পর্যন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে এবং এরপরে ভূমি ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের সনদপত্র প্রদান করা হবে।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions