ক্ষতিকারক দিকগুলো তোলে ধরে জনসাধারনকে তামাকের প্রতি নিরুসাহিত করতে হবে

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২১ ১০:৫২:৪৭ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০১:৫৩:০৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। তামাকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে জনগনকে তামাকের প্রতি নিরুৎসাহিত করতে জনসচেতনতা মুলকপ্রচারণা চালানোর আহবান জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ। তিনি বলেন, তামাক কারো উপকারে আসে না। তামাক যারা গ্রহন করে তারা দ্রুত মৃত্যুর মুখে ধাবিত হয়। তামাক গ্রহনকারীদের রোগে আক্রমন করে বেশি। তাই তামাকের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

আজ রোববার (১৭ জানুয়ারি) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে জেলা টাষ্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃক প্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণে তিনি এ কথা বলেন।

রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এম মামুনের সভাপতিত্বে প্রশিক্ষনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মদ, সিভিল সার্জন বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রানী রায়সহ তামাক নিয়ন্ত্রন কমিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions