সাজেকে ২টি একে ৪৭ রাইফেলসহ গোলাবারুদ উদ্ধার

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২০ ০৩:৪১:৪২ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০২:৪৬:২১
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের  গহীন অরণ্যে সেনাবাহিনীর ১২বীর বাঘাইহাট জোন অভিযান চালিয়ে অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

নিরাপত্তাবাহিনী সুত্রে জানা যায়, খাগড়াছড়ি সেনা রিজিয়নের তত্বাবধানে গত ২২ শে নভেম্বর হতে সাজেক এলাকায় সন্ত্রাসীদের আস্তানা চিহ্নিত করে বিশেষ  অভিযান পরিচালিত করছে নিরাপত্তাবাহিনী । এর অংশ হিসেবে ২৮ নভেম্বর বাঘাইহাট সেনা জোনের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আঞ্চলিক  দলের গোপন আস্তানায় হানা দেয়। এতে টহল দলের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এসময় নিরাপত্তা বাহিনীর টহল দল উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে লুকায়িত অবস্থায় ২টি একে-৪৭, ০২ টি একে-৪৭ এর ম্যাগাজিন, ১ টি এসএমসি, ১ টি এসএমসি এর ম্যাগাজিন এবং ২১ রাউন্ড এ্যামুনেশন উদ্ধার করে।

এবিষয়ে বাঘাইহাট সেনা জোনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা অস্ত্র উদ্ধার ও অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান,  আঞ্চলিক সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে উক্ত এলাকায় বর্তমানে অভিযান কার্যক্রম চলমান রয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions