খাগড়াছড়িতে মালিকদের দ্বন্ধে পরিবহন সেক্টরে উত্তেজনা, ধর্মঘট প্রতিহতের ঘোষণা

প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২০ ১০:৩৫:২২ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৬:০৮:৩৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে পরিবহন মালিক গ্রুপের নেতৃত্ব নিয়ে সৃষ্ট দ্বন্ধে পরিবহন সেক্টরে উত্তেজনা বিরাজ করছে। মালিক গ্রুপের একাংশের ডাকা পরিবহন ধর্মঘট (শান্তি পরিবহন) প্রতিহত করার ঘোষণা দিয়েছে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। অন্যায়ভাবে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে আলোচনায় বসার আহবান জানিয়েছে মালিক গ্রুপের নির্বাহী কমিটি।

বৃহস্পতিবার সকালে মালিক গ্রুপের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিত কার্যকরি কমিটির বিরুদ্ধে আনিত সব অভিযোগেরও প্রতিবাদ জানানো হয়।

তাতে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খোকন।

তিনি জানান, দুর্নীতি ও অনিয়মের কারণে সদস্যেদের কাছে অজনপ্রিয় একটি পক্ষ দেশব্যাপি ‘শান্তি পরিবহন’-এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সংঘবদ্ধ অপপ্রচারে নেমেছে। তাঁরা যদি এই পথ পরিহার না করে, তাহলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ সমুচিত জবাব দেয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সংগঠনের সভাপতি মাহবুব উল আলম, সহ-সভাপতি আবু তৈয়ব, ওয়াইজ উদ্দিন, সিরাজুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য যে, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের অবৈধ কমিটি বাতিল করা না হলে আগামী ৬ ডিসেম্বর শান্তি পরিবহনের পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে সংগঠনটির একাংশ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions