পাহাড়ের মানুষের দৌঁড় গোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিচ্ছে বর্তমান সরকার : পার্বত্যমন্ত্রী

প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২০ ০৫:৩৩:১২ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৪:২৯:১৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য এলাকার মানুষের দৌঁড় গোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিচ্ছে আওয়ামীলীগ সরকার এমনটাই মন্তব্য করেছে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি আরো বলেন,পার্বত্য এলাকা আজ উন্নয়নের জোয়ারে ভাসছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে পাহাড়ের প্রতিটা উপজেলা থেকে শুরু করে প্রতিটা গ্রামে গ্রামে আজ উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে স্কুল-কলেজ, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সর্বত্র সুফল পৌঁছে দিচ্ছে বর্তমান সরকার।

২৭ অক্টোবর (মঙ্গলবার) সকালে বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধনকালে এসব কথা বলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় পার্বত্যমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের ভিত্তি প্রস্তর ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

পরে আজিজ নগর বিদ্যালয় মাঠে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন মো.হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো.শফিউল আলম,পার্বত্য জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.আছাদুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, ফাতেমা পারুল,তিংতিংম্যা, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোস্তফা জামাল,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো.আব্দুল আজিজ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত, সিনিয়র সহকারী প্রকৌশলী তুষিত চাকমা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)বান্দরবানের সিনিয়র সহকারী প্রকৌশলী মো.জামালউদ্দিন, পার্বত্য জেলা পরিষদ এর উপ সহকারী প্রকৌশলী থোয়াই চ মংমার্মা, উপ সহকারী প্রকৌশলী মো.তাজুল ইসলাম,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বান্দরবানের সহকারী প্রকৌশলী মো.মুজিবুর রহমানসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions