উন্নয়ন বোর্ড ও টেলিযোগাযোগের মধ্যে পাড়াকেন্দ্র ডিজিটালকরণে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২০ ১১:০২:৩৩ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৮:৫৮:৫৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন র্বোড ও  টিেলযোগাযোগ অধিদপ্তরের মধ্যে পাড়াকন্দ্রেরে মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আধুনিক সুবিধা বঞ্চিত পাড়াকন্দ্রেরে প্রাক প্রাথমকি শিক্ষা ব্যবস্থা ডিজিটালকরণের মাধ্যমে ‘ডিজিটাল  বাংলাদেশ’ এর সুফল দেশের প্রান্তকি পর্যায়ে পৌঁছে দয়োর লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সামাজিক দায়বদ্ধতা তহবিল কমিটি’র অনুমোদনক্রমে টেলিযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘সুবিধা বঞ্চিত প্রত্যন্ত  অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ডিজিটালকরণ” শীর্ষক প্রকল্পরে আওতায় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

সোমবার বেলা ৩টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন র্বোড ও  টিেলযোগাযোগ অধিদপ্তরের মধ্যে পাড়াকন্দ্রেরে শিক্ষা কার্যক্রম ডিজিটালকরণ কর্মসূচি বাস্তবায়নরে উদ্দেশ্যে বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষে ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল আলম নিজামী (অতরিক্তি সচবি) এবং টিেলযোগাযোগ অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক মোঃ মহসিনুল আলম সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক ও টিেলযোগাযোগ বিভাগের  মন্ত্রী, মোস্তফা জব্বার, ডাক ও টিেলযোগাযোগ বিভাগের সচিব মোঃ আফজাল হোসেন, বাংলাদেশ টিেলযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল, টিেলযোগাযোগ অধিদপ্তরের সুবিধা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ডিজিটালকরন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল ওহাব এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য পরিকল্পনা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই সামাজিক সবো প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব)। টেলিযোগাযোগ অধিদপ্তর-এর আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পে ২৮টি মডেল পাড়াকেন্দ্রে স্মার্ট টিভি, ল্যাপটপ, বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ ও স্থাপনসহ  ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে। এছাড়া পাড়াকর্মী ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকতাদের প্রশক্ষিণ দেয়া হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions