রাইখালীতে সিএনজির সিরিয়ালকে কেন্দ্রকে চালকের উপর হামলা

প্রকাশঃ ১৬ অক্টোবর, ২০২০ ১২:৫৭:৪০ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০২:১৫:১৬
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ের রাইখালী সিএনজি অটো রিক্সা মালিক সমিতির সহ সা. সম্পাদক খোরশেদ আলমের উপর পার্শ্ববর্তী এলাকার সিএনজি চালকদের একটি গ্রুপ হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় খোরশেদকে উদ্ধার করে শুক্রবার (১৬ই অক্টোবর) সন্ধ্যায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় স্থানীয়রা। রাজস্থলীর বাঙ্গালহালিয়া থেকে দুপুরে যাত্রীসহ চন্দ্রঘোনা ফেরার পথে এ ঘটনা ঘটে।

রাইখালী সিএনজি অটো রিক্সা মালিক সমিতির সভাপতি থোয়াইচাপ্রু চৌধুরী রুবেল জানান, বাঙ্গালহালিয়া এলাকায় সিরিয়াল উপেক্ষা করে যাত্রী পরিবহণ করায় স্থানীয় সিএনজি চালক মো. এমদাত হোসেনের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানান সিএনজি চালক খোরশেদসহ উপস্থিত ১০/১৫জন চালক। পরে দু’পক্ষে বাকবিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে। ওই দিন স্থানীয় ভাবে সমাধান হয় এ সমস্যার। শুক্রবার দুপুরে চালক মো. এমদাত হোসেন স্থানীয় সিএনজি চালক মো. সালাউদ্দিন, স্বজল, মো. হাবিব, মো. আব্দুলকে সঙ্গে নিয়ে ৫নাম্বার এলাকায় যাত্রীসহ বাঙ্গালহালিয়া এলাকা থেকে ফেরার পথে খোরশেদের উপর হামলা চালায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এদিকে আহত সিএনজি চালক খোরশেদুল আলমকে দেখতে হাসপাতালে আসেন রাইখালী সিএনজি অটো রিক্সা মালিক সমিতি সভাপতি থোয়াইচাপ্রু চৌদুরী রুবেল, সা. সম্পাদক মো. জাফর, কোষদক্ষ ফরিদুল আলম, সদস্য নাজিম, আজম খান, সেকান্দর, রফিক, জাব্বার প্রমূখ।

রাইখালী সিএনজি মালিক সমিতির সা. সম্পাদক মো. জাফর জানান, এ বিষয়ে বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সভাপতি মো. সেলিমকে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নেয়নি। উল্টো বলেছেন, আমার সমিতির চালকগণ আমার কথা শুনেন না। আমরা এই বিষয়ে প্রচলিত আইনে মামলা দায়ের করবো।

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, আমার কাছে এখনো লিখিতভাবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করা হলে দ্রুত আইনগণ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions