কাপ্তাইয়ে মৎস্যজীবিলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২১ সেপ্টেম্বর, ২০২০ ১১:৩১:১৬ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৮:৫৭:১৯
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ই সেপ্টেম্বর) বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশান্তি পার্কে অনুষ্ঠিত হয় এ সভা।

কাপ্তাই উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী।

উপজেলা মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক সুভাশ দাশের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. নূর উদ্দিন সুমন সহ আরও অনেকে।

আলোচনা সভায় কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে দ্রুত মৎস্যজীবি লীগের কমিটি গঠনের আহ্বান জানান, উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীগণ।

প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেরা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী বলেন, বর্তমান সরকারের আমলে কাপ্তাই লেকের প্রায় ৫’শতাধিক জেলে পাচ্ছেন সরকারের বিশেষ অনুদান। জুন থেকে আগষ্ট মাসে সরকারি নিষেধাজ্ঞা থাকায় এ সময় মাছ ধরা থেকে বিরত থাকেন কাপ্তাইয়ের জেলেরা। গত ১৫বছর প্রতি বছরের ৩মাস কাপ্তাই লেকের জেলেদের বিশেষ বরাদ্ধ দিয়েছে সরকার।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions