মাটিরাঙ্গায় এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশঃ ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০৬:৪৭:৫৩ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১১:৫৮:০৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। জুনাব আলী ফাউন্ডেশনের উদ্যোগে  আজ সকালে মাটিরাঙ্গা রেসিডেনন্সিয়াল হাই স্কুল মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি এয়াকুব আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে  অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ,সিদ্দেশ্বরী বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক মাটিরাঙ্গার কৃতি সন্তান ফজলুল হক, মাটিরাঙ্গা রেসিডেনন্সিয়াল হাই স্কুলের ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব,শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিএম সরোয়ার,মাটিরাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইমাম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান । অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা তাদের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে  বক্তারা কৃতি শিক্ষার্থীদের স্বশিক্ষিত এবং আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলে, পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে  অগ্রনী ভুমিকা রাখার আহবান জানান।

অনুষ্ঠানে দুই উপজেলার ২৫জন শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions