বান্দরবানে প্রয়াত ড মাচয়ই স্মৃতি স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

প্রকাশঃ ২২ অগাস্ট, ২০২০ ১২:৫৬:৪১ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৮:৪৪:৫২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র প্রয়াত মাতা ড মাচয়ই এর স্মৃতি স্মরণে বান্দরবানে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুরু হয়েছে।

২২আগস্ট (শনিবার)বিকেলে বান্দরবানের সুয়ালক মাঝের পাড়ার ইয়ং স্টার ক্লাবের সার্বিক সহযোগিতায় ¤্রাে আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফানুস উড়িয়ে এই গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী।
 
এসময় উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন  ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা , ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচপ্রু মার্মা (সাবু), মেঘলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.শফিকুল ইসলাম, ইয়ং স্টার ক্লাবের  সভাপতি উচওয়াই মার্মা , সাধারণ সম্পাদক উতিংহ্লা মার্মা, গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সার্বিক তত্বাবধায়ক তোফাজজল হোসেনসহ প্রমুখ।

উদ্বোধনী খেলায় মাঝের পাড়া স্পোটিং ক্লাবের মুখোমুখি হয় আশার আলো স্পোটিং ক্লাব থানচি। খেলায় মাঝের পাড়া স্পোটিং ক্লাব ১-০ গোলে আশার আলো স্পোটিং ক্লাব থানচিকে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার গ্রহণ করে  মাঝের পাড়া স্পোটিং ক্লাবের গোলরক্ষক উটিংনু মার্মা।

এবারের গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জেলা ও উপজেলার ৩২টি দল অংশগ্রহণ করছে এবং বর্ণাঢ্য আয়োজনে আগামী ৯সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে টুর্ণামেন্ট পরিচালনা কমিটি।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions