বান্দরবানে নতুন করে ৪জনসহ মোট আক্রান্ত ৫৯৯জন

প্রকাশঃ ১০ অগাস্ট, ২০২০ ০৪:৩৮:১৯ | আপডেটঃ ১৯ মার্চ, ২০২৪ ০৭:৫১:৩০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। গেল ২৪ ঘন্টায় বান্দরবানে ৪জন করোনা রোগী সনাক্ত হয়েছে। সনাক্তদের মধ্যে ৩জন বান্দরবান সদর  উপজেলা ও ১জন নাইক্ষংছড়ি উপজেলার বাসিন্দা। নতুন সনাক্তদের হাসপাতালের আইসোলেশানে নেওয়ার ব্যবস্থা করছে বান্দরবানের স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৯৯ জন আর ৪৪৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১ হাজার ১শত ৬জন জন ছিল তার মধ্যে ১ হাজার ১শত ৬জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১১জন ছিল এর মধ্যে ১শত ১১জনকেই ছাড়পত্র দেয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আরো জানায়,এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১শত ৭৩ জনের,তার মধ্যে রির্পোট এসেছে ৩ হাজার ৮শত ৪৭ জনের,এদের মধ্যে ৫৯৯জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions