কাপ্তাইয়ে করোনা উপসর্গ নিয়ে চুয়েট টেকনিশিয়ানের মৃত্যু

প্রকাশঃ ০৩ জুলাই, ২০২০ ০৬:৪০:১৪ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০২:১৭:৪১
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরমের বটতলী এলাকায় জ্বর, সর্দি কাশি নিয়ে শুক্রবার (৩ই জুলাই) ভোর রাত ৩টায় অংসুইউ মারমা (৫৫) নামক এক ব্যক্তি মারা গিয়েছেন। অংসুইউ মারমা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিনিয়র টেকনিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনার ফোকাল পার্সন ডা. ওমর ফারুক রনি বলেন, নিহত অংসুইউ মারমার পারিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন যাবত জ্বর সর্দি, কাশিতে ভুগছিলেন তিনি। তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যান বলে দাবি করেছেন নিহতের পরিবার। নিহতের স্বজন ও সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করার কথা জানান তিনি।

এদিকে নিহতের পরিবার ও প্রতিবেশিদের সঙ্গে কথা বলে অংসুইউ মারমার করোনা উপসর্গ নিয়ে মারা যান বলে নিশ্চিত করেছেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা।

এ নিয়ে কাপ্তাই উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন, সুস্থ্য হয়েছেন ২৮জন। উপসর্গ নিয়ে মারা গিয়েছেন ২জন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions