সাজেকের দূর্গম এলাকায় বিশুদ্ধ খাওয়ার পানি ও খাদ্য সহায়তা দিয়েছে আশিকা

প্রকাশঃ ০৮ জুন, ২০২০ ১০:১৭:৫৫ | আপডেটঃ ১৭ মে, ২০২৪ ০১:০৪:২২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির সাজেকের দূর্গম এলাকায় বিশুদ্ধ খাওয়ার পানি ও খাদ্য সহায়তা দিয়েছে  বেসরকারি উন্নয়ন সংস্থ্যা আশিকা  ডেভেলপমেন্ট এসোসিয়েট । 

আজ সোমবার  দুপুরে সাজেকের  হাম উপদ্রুত  দুর্গম মাচালং সহ বেশ কয়েকটি  এলাকায় সাত শতাধিক পরিবারের হাতে ত্রান সহায়তা তুলে দিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু।

এসময় বাঘাইছড়ি থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুর আলম,সাজেক থানার কর্মকর্তা মোঃ ইসরাফিল মজুমদার সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা,আশিকা ডেভলপমেন্ট  এসোসিয়েট এর নির্বাহী পরিচালক  বিপ্লব চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাজেক ইউনিয়নের  হাম উপদ্রুত  দুর্গম এলাকার প্রায় সাত শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

ইউকে এইড-এর অর্থায়নে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় আশিকা’র নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা জানান , পার্বত্য রাঙামাটি জেলার দুর্গম ও দারিদ্র রিবেচনায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৭’শ এবং জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ৩’শ পরিবারকে এই কর্মসূচির আওতায় নেয়া হয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions