সচেতনতা বাড়াতে রাঙামাটি শহরে মাইকিং করলো ছাত্রলীগ

প্রকাশঃ ০৮ জুন, ২০২০ ০৫:৪০:০৫ | আপডেটঃ ১৫ মে, ২০২৪ ০২:০০:০৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা ভাইরাসের বিস্তার রোধ ও মানুষকে সচেতন করার লক্ষ্যে এবার মাইক হাতে রাস্তায় নেমেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ।

রোববার দুপুর থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রীয় কমিটির নির্দেশে, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি জনাব আব্দুল জব্বার সুজন এবং সাধারণ সম্পাদক জনাব প্রকাশ চাকমার তত্বাবধানে রাঙামাটি জেলা ছাত্রলীগের পক্ষে জনসচেতনতামূলক মাইকিং, যাদের মাস্ক নেই তাদের মাস্ক বিতরণ এবং মাস্ক পরিধানের জন্য উদ্ভুদ্ধ করা হয়। উক্ত কার্যক্রমটি সম্পাদন করেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আহমেদ তালুকদার রিজুয়ান এবং সহ-সম্পাদক আনোয়ার হোসেন কায়সার।

এসময় তারা  বিভিন্ন অলিতে-গলিতে পথে পথে মাইকিং করার পাশাপাশি এদিনে পথচারীদের মাঝে মাস্ক বিতরণও করেন। স্বাস্থ্য বিধি মেনে চলে বিনা প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়া থেকে বিরত থেকে নিজে ও নিজের পরিবার পরিজনকে করোনা ভাইরাস নামক মহামারি রোগটির কবল থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতা অবলম্বন করার আহ্বান করেন ।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions