দীঘিনালায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব জ্ঞানকীর্তি চাকমাকে অপহরণের অভিযোগ

প্রকাশঃ ২৩ মে, ২০২০ ১১:৩৫:১৭ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৮:১৬:৩৯
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিকফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে জেলার দীঘিনাল উপজেলাধীন উদোল বাগান থেকে এলাকার একজন সুপরিচিত ও জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত ও জুম্ম ফিল্ম এসোশিয়েশনের সভাপতি জ্ঞানকীর্তি চাকমাকে অপহরণের অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে তাকে উদ্ধার ও মুক্তির দাবি জানিয়েছেন।

ঘটনার বর্ণনা দিয়ে অংগ্য মারমা এক বিবৃতিতে বলেন, ‘আজ শনিবার ২৩ মে ২০২০ বেলা ১১:৪৫টার দিকে বাবু ছড়া বাজারে অবস্থানরত একটি বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসীরা জ্ঞানকীর্তি চাকমাকে তার নিজবাড়ি থেকে অস্ত্রের মুখে মোটর সাইকেলে করে বাবুছড়ার দিকে নিয়ে যায়।
‘তাকে অপহরণের পূর্বে সন্ত্রাসীরা কার্বারী টিলানামক স্থানে আনসার ক্যাম্পের পাশে ইউপিডিএফের প্রাক্তন সদস্য মটর চাকমাকে ধাওয়া করে এবং তার দিকে লক্ষ্য করে গুলি চালায়।’

তিনি ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে অপহৃতকে উদ্ধারের দাবি জানান।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions