আম্পানের প্রভাবে বান্দরবানে থেমে থেমে বৃষ্টি, বইছে ঝড়ো বাতাস

প্রকাশঃ ২১ মে, ২০২০ ০৬:০৯:২৫ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৩:১০:৪৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। আম্পানের প্রভাবে সারাদেশের মত বান্দরবানে ও হচ্ছে বৃষ্টি,বইছে ঝড়ো বাতাস। ভোর থেকেই আকাশ কালো হয়ে গুঁড়ি গুঁড়ি কখনো মুষলধারে বৃষ্টি নামছে। একইসঙ্গে চলছে প্রবল ঝড়ো হাওয়া।

বান্দরবানের সিভিল সার্র্জন ডা:অং সুই প্রু মার্মা জানান, ঘূর্ণিঝড় আম্পান বিষয়ে বান্দরবানবাসীকে সর্তক করা হয়েছে, আম্পানের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও জানান, বান্দরবানের ৭টি উপজেলা পর্যায়ে মেডিক্যাল টিমকে প্রস্তুত রাখা হয়েছে। জেলায় ৮টি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে ,৮টি মোবাইল টিম প্রস্তুুত করা হয়েছে ,মাঠ পর্যায়ে ৩৩টি মেডিকেল টিম কাজ করছে।

এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য প্রশাসনের পাশাপাশি রেডক্রিসেন্ট, আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন দপ্তরকে প্রস্তুত রাখা হয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions