বাঘাইছড়িতে জীপ ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রকাশঃ ০৪ এপ্রিল, ২০২০ ০৪:১৬:০১ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০১:০৮:২৮
সিএইচটি টুডে ডট কম, সাজেক, বাঘাইছড়ি (রাঙামাটি)।  রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা দীঘিনালা সড়কের ১২ কিলো এলকায় জীপ গাড়ী ও মোটরসাইকেল মুখমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বগড়া চাকমা (৫০) নিহত হয় এবং আরো ২জন আহত হয় বলে স্থানীয় ব্যবসায়ী কেতন চাকমা নিশ্চিত করেন।

আহতরা হলেন, অন্তর চাকমা (২২), পিতাঃ স্বপন চাকমা, সাং আট কিঃ মি, পোঃ মারিশ্যা, থানাঃ বাঘাইছড়ি, জেলাঃ রাঙামাটি (দুই পা ভেঙ্গে গেছে)। সুবাস চাকমা (১৭), পিতাঃ রুপায়ন চাকমা, সাং সাত কিঃ মিঃ, মারিশ্যা, থানাঃ বাঘাইছড়ি, জেলাঃ রাঙামাটি।

এ সময় জীপ গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের প্রায় ৩ শত ফুট গভীর খাদে পড়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সেনাবাহিনীর সহায়তায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে প্ররণ করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions