মাসস এবার জল উৎসব করছে না

প্রকাশঃ ২৬ মার্চ, ২০২০ ১১:০৫:৪৬ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১২:০২:৪৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামে এবার মাসস সাংগ্রাই জল উৎসব পালন করছে না। প্রতি বছর বৈসাবি বা সাংগ্রাই উৎসব উপলক্ষে মারমা সম্প্রদায় জল উৎসবের আয়োজন করে, এবছর বাংলাদেশসহ বিশ্বে করোন ভাইরাসের আতংকে এবং মানুষ হতাহতের কারনে মাসস এবার সব ধরনের সামাজিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর কেন্দ্রীয় তথ্য, প্রচার ও প্রকাশ সম্পাদক হ্লাপ্রু সাইন মারমা পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর সামাজিক অনুষ্ঠান “সাংগ্রাই জল উৎসব” পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে মহামারী আকারে করোনা ভাইরাসে অনেক লোক আক্রান্ত হয়ে প্রাণহানী ঘটেছে।

আমরা শোকাহত পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি এবং প্রত্যেকের শান্তি কামনা করছি। করোনা ভাইরাসের কারনে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর পক্ষ থেকে কোন ধরনের সামাজিক অনুষ্ঠান না করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions