বিলাইছড়ির ইভ্যানজেলিক্যাল চার্চ অব বাংলাদেশ গীর্জায় জেলা পরিষদ হতে সাংস্কৃতিক সরঞ্জাম প্রদান

প্রকাশঃ ০৫ জুন, ২০১৮ ০৮:০৮:৩১ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৪:৫৪:২৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির দুর্গম বিলাইছড়ি পাংখোয়া পাড়ায় অবস্থিত ইভ্যানজেলিক্যাল চার্চ অব বাংলাদেশ গীর্জায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ হতে সাংস্কৃতিক সরঞ্জাম ০১টি ইয়ামাহা ব্র্যান্ডের কিবোর্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৫জুন) সকালে পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে ইভ্যানজেলিক্যাল চার্চ অব বাংলাদেশ গীর্জা পরিচালনা কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের হাতে কিবোর্ডটি তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এ সময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদের সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, পরিষদের উপ-সহকারী প্রকৌশলী উজ্জল কান্তি দেওয়ান, গীর্জা পরিচালনা কমিটির সভাপতি এল সাংয়া পাংখোয়া, ইভেনজিলিক্যান চার্চ অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি লাল চুয়াক লিয়ানা পাংখোয়া, সহ-সভাপতি রৌনেসাম পাংখোয়া’সহ গীর্জা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions