‘পাহাড়ি-বাঙালি’ সকল মানুষের সম-মর্যাদা প্রতিষ্ঠাই মহান মুক্তিযুদ্ধের চেতনা : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

প্রকাশঃ ১৫ ফেব্রুয়ারী, ২০২০ ০৫:৩৬:৫২ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০২:২৯:১৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, ‘পাহাড়ি-বাঙালি’ সকল মানুষের সম-মর্যাদা প্রতিষ্ঠাই মহান মুক্তিযুদ্ধের চেতনা। উনিশ’শ একাত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিকশিত জাতি রাষ্ট্রের প্রতিটি সংগ্রামে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মনোবাসনাই হলো জাতির মুক্তি এবং সমৃদ্ধি। সেই সমৃদ্ধি অর্জনের জন্যই সকল মানুষের সমানাধিকার প্রতিষ্ঠা জরুরী। জাতির পিতার আদর্শিক পথ ধরে বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা সেই কর্মতৎপরতাই অব্যাহত রেখেছেন।

বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)-খাগড়াছড়ি টাউন হলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খাগড়াছড়ি’র বিশিষ্ট আইনজীবি ও বিএইচআরসি-খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি এড. মহিউদ্দিন কবির বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন, বিইএচআরসি’র জাতীয় নির্বাহী কমিটি’র মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ফয়জুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এবং খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions