পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশ নব বিক্রম কিশোর ত্রিপুরার

প্রকাশঃ ১৩ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৫৪:১১ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০১:২৭:৩৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ‘পরিচালনা বোর্ড’ এর ২০১৯-২০২০ অর্থ বছরের  ২য় সভা রাঙামাটিস্থ বোর্ডের প্রধান কার্যালয়ের বোর্ডরুম এ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বোর্ডের  চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।  সভায় আলোচ্য বিষয় ছিল গত ১২ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে অনুষ্ঠিত পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং গৃহীত সিদ্ধান্তরে অগ্রগতি পর্যালোচনা এবং বিবিধ আলোচনা।

সভাপতি সভার সকলরে দৃষ্টি আর্কষণর্পূবক বোডের্র  সাম্প্রতিক আন্তর্জাতিক অজর্ন  ICIMOD Mountain Prize 2019 সম্পর্কে  অবহিত করেন  এবং এ বিষয়ে একটি প্রামাণ্য চিত্র্য দেখানো হয়। সভায় বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ ২০১৯-২০২০ অর্থ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। এছাড়াও উন্নত জাতের বাঁশ উৎপাদন প্রকল্প, গাভী বিতরণ প্রকল্প, মসলা চাষ প্রকল্প, মিশ্র ফল চাষ প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পসহ তিন পার্বত্য জেলায় গ্রামীণ সড়ক ও পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ সংশ্লিষ্ট প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সভায় উপস্থাপন করেন। সভাপতি আগামী ১৭ই র্মাচ ২০২০ বঙ্গবন্ধুর জন্মশত বাষিকী যথাযোগ্য মর্যদায় উদ্‌যাপনরে লক্ষ্যে র্পাবত্য চট্টগ্রাম উন্নয়ন   বোড র্কতৃক তিন র্পাবত্য জেলায় গৃহীত বিভিন্ন কার্যক্রমসমূহ বিস্তারিতভাবে আলোচনা হয়।


সভাপতি বোর্ড সভায় উপস্থিত  জেলা পরিষদ প্রতিনিধিগণকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত/বাস্তবায়নাধীন কাজ পরিদর্শন করার জন্য আহবান জানান। বোর্ডের সকল নির্বাহী প্রকৗশলী এবং প্রকল্প পরিচালকগণকে পরিকল্পনা অনুযায়ী যথাসময়ে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন। খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব প্রতাপ চন্দ্র বিশ্বাস পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক র্কাযক্রম পরিদশর্ন  করে বাস্তবায়িত কাজের গুণগত মানের  ভূয়শী প্রশংসা করনে।



সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আশীষ কুমার বড়–য়া (যুগ্ম-সচিব), সদস্য সচবি ও সদস্য প্রশাসন, সদস্য-পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), সদস্য-বাস্তবায়ন জনাব মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), রাঙামাটি জেলা প্রশাসক  এ কে এম মামুনুর রশিদ, বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রশাসক  প্রতাপ চন্দ্র বিশ্বাস, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি সদস্য সিংইয়ং ম্রো, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি স্মৃতি বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত)  পিন্টু চাকমা এবং বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions