থানচিতে পপি ক্ষেত ধ্বংস করলো বিজিবি

প্রকাশঃ ১১ ফেব্রুয়ারী, ২০২০ ০১:৫৪:০৪ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১০:৫২:২০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে থানচিতে উপজেলার তিন্দু ইউনিয়নের কাইক্য খুমি পাড়া বিজিবি অভিযান চালিয়ে ৬টি পপিক্ষেত ধ্বংস করেছে। বিজিবির অভিযানের খবর পেয়ে পপিক্ষেত মালিকরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১১  ফেব্রুয়ারি)  দুপুরে থানচি তিন্দুমূখ বিজিবি কাম্পের অধিনায়ক নায়েক সুবেদার মোঃ মোকলেছুর রহমান নেতৃত্বে ১৫জন বিজিবি সদস্য নিয়ে এই অভিযান চালানো হয়।

এ সময় তিন্দু ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাইক্য খুমি পাড়ায় জুম এলাকায় পার্শ্ববর্তী ঝিড়িতে দুপুর ১টা হতে বিকাল ৫টা পর্যন্ত প্রায় ৫ ঘন্টার অভিযান চালিয়ে ৬টি ছোট বড় পপিক্ষেত ধ্বংস করতে সক্ষম হয় বিজিবির সদস্যরা ।

জানা যায়, পপি ক্ষেত ধ্বংস করার সময় স্থানীয় হেডম্যান, কারবারি ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions