বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

প্রকাশঃ ১০ ফেব্রুয়ারী, ২০২০ ০৯:০১:২২ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ০৩:৩৩:৩৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ এ অংশগ্রহণের লক্ষ্যে বিভিন্ন ইভেন্ট বান্দরবান জেলা টিম গঠনের জন্য প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার বিকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সন্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এসময় উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের মেজর মোঃ মোয়াজ্জেম হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য ফাতেমা পারুলসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া প্রেমীরা।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে হ্যান্ডবল, ফুটবল, ক্রিকেট, কারাতে,ভলিবলসহ বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষণ শুরু হয়। আয়োজকেরা জানান,এবারের প্রশিক্ষণে ২ শতাধিক ক্রীড়াবিদ অংশ নেবে আর এই প্রশিক্ষণ শেষে ক্রীড়াবিদরা ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ এ অংশগ্রহণ করবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions