রাবিপ্রবি’র শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশঃ ০৯ ফেব্রুয়ারী, ২০২০ ০৪:৪১:০০ | আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৪ ১০:২৩:২০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ৬ ফেব্রুয়ারি ৪ সাধারন শিক্ষার্থীর উপর ছাত্রলীগের একাংশের হামলার প্রতিবাদে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে তৃতীয় ব্যাচের ছাত্র মেহেদীর সাথে প্রথম ব্যাচের ছাত্র  সায়মন এর বাসে উঠা নিয়ে কথা কাটাকাটি হয়। সেটা তাৎক্ষনিক মিটেও যায়। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আসার পথে তবলছড়ি মসজিদের পাশের জুম ফুড রেস্টুরেন্টের সামনে হেটে যাওয়ার সময় রাবিপ্রবি শিক্ষার্থী মেহেদী হাসান, আকিব মাহমুদ হাসান, লালসাং পুই বম এবং রিয়াদ তালুকদারের উপর অর্তকিত লাঠি সোঠা নিয়ে হামলা চালানো হয়।

হামলার শিকার মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্ররা অভিযোগ করে বলেন,জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল জব্বার সুজনের অনুসারি ও প্রযুক্তিতে ছাত্রলীগ নামধারি  জুবায়ের হোসেন জুয়েল,মিরাজুল হাসান সাইমন ও মোঃ রুবেল হোসেন, মো: পারভেজ, মো: দিদার, মো: ইমন, মো: মির শাকিল, মো: সোহেলসহ আরো কয়েকজন মিলে হামলা চালায়। এসময় হামলাকারীরা বলে এখানে থাকতে হলে সুজন গ্রুপের ছাত্রলীগ করতে হবে না হয় পড়ালেখা ছেড়ে চলে যাও।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাবিপ্রবি’র ততৃীয় ব্যাচের ম্যানেজম্যান্টের শিক্ষার্থী আকিব মাহমুদ, লাল সাং পুই বম, সিএসই বিভাগের মহিউদ্দিন মুন্না, ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ ব্যাচের ছাত্র মিলিন্দ চাকমা ও ম্যানেজমেন্ট এর তৃতীয় ব্যাচের শিক্ষার্থী আহমেদ রেজা আরিফ।

মানববন্ধন শেষে ঘটনার সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions