রাস্তায় দেয়াল দেয়ায় রাঙামাটির এফপিএবিতে চলাচল ও প্রসুতি সেবা বন্ধ

প্রকাশঃ ০৮ ফেব্রুয়ারী, ২০২০ ০৪:৪৭:৫১ | আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৪ ০৮:৩২:৩৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাস্তার ওপর দিয়ে নির্মাণাধীন একটি ভবনের সীমানা দেয়াল দেয়ায় রাঙামাটি পরিবার পরিকল্পনা সমিতিতে (এফপিএবি) চলাচল বন্ধ হয়ে গেছে। শহরের প্রধান সড়ক থেকে ওই সমিতির অফিসে সংযোগ সড়কটি দিয়ে চলাচল করতে না পারায় সমিতির হাসপাতালে দেয়া জরুরি প্রজনন ও প্রসুতি সেবা সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। এ ছাড়াও সমিতির হাসপাতালে দেয়া অন্য চিকিৎসা সেবা কার্যক্রমেও ব্যাহত সৃষ্টি হয়েছে। বিষয়টি দ্রুত সুরাহা দরকার।

শনিবার সকালে সমিতির সম্মেলন কক্ষে আহূত এক সংবাদ সম্মেলনে দাবিটি করেছেন, সমিতির কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন, রাঙামাটি পরিবার পরিকল্পনা সমিতির সভাপতি মো. মুজিবুর রহমান। এ সময় রাঙামাটি পৌরসভার মেয়র ও সমিতির আজীবন সদস্য মো. আকবর হোসেন চৌধুরী, সমিতির প্রাক্তন সভাপতি মো. ইউসুফ, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পণের সম্পাদক একএম মকছুদ আহমদ, সমিতির চিকিৎসক ক্যয়ং চাকসহ অন্য কর্মকর্তারা মতামত আকারে বক্তব্য উপস্থাপন করেন।
 
সংবাদ সম্মেলনে বলা হয়, রাঙামাটি পরিবার পরিকল্পনা সমিতির বর্তমান স্থাপনা নির্মিত হয়েছে, ১৯৯৩ সালে নিজস্ব রেকর্ডীয় জমিতে এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে। শহরের প্রধান সড়ক থেকে সমিতির সংযোগ সড়ক নির্মিত হয় দক্ষিণ-পশ্চিম দিকে। এতে অ্যাম্বুলেন্সে করে গিয়ে এফপিএবি ভবনের দ্বোতলায় স্থাপিত হাসপাতালে জরুরি প্রজনন, প্রসূতি ও সন্তান সম্ভবা মায়েরা জরুরি সেবা নিতে পারেন। কিন্তু নির্মাণাধীন রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিজস্ব কের্ডীয় জায়গার বাইরে রাস্তার ওপর দিয়ে সীমানা দেওয়াল নির্মাণ করায় এফবিএবি কার্যালয় ও হাসপাতালে যাওয়ার রাস্তা সম্পূর্ণরুপে বন্ধ হয়ে যায়। যার ফলে সুবিধাবঞ্চিত প্রজনন স্বাস্থ্যসেবা নিতে পায়ে হেঁটে বা অ্যাম্বুলেন্সে করে গিয়ে সেবা নিতে পারছেন না জরুরি সেবা প্রার্থীরা। বর্তমানে সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। আমরা বিষয়টির দ্রুত সুষ্ঠু সুরাহার কামনা করছি।

 
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions