রাঙামাটি যাত্রীকল্যাণ সমিতির আত্মপ্রকাশ

প্রকাশঃ ০৮ ফেব্রুয়ারী, ২০২০ ০৪:৪৪:১৯ | আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৪ ০৮:৪৩:১৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পরিবহন সিন্ডিকেট থেকে সর্ব যাত্রীসাধারণকে হয়রানিমুক্ত রাখতে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয়েছে, রাঙামাটি যাত্রীকল্যাণ সমিতি। শনিবার দুপুরে রাঙামাটি প্রেসক্লাবে আহূত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে, এ সমিতি।

এ সময় বলা হয়, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার মিয়া বানুকে আহবায়ক এবং বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর আলম মুন্নাকে সদস্য সচিব করে রাঙামাটি যাত্রীকল্যাণ সমিতির ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ১২ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি করা হয়েছে। সমিতির পক্ষে এরই মধ্যে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে পরিবহন নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবি আদায়ে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের পরিবহন ব্যবসার নামে দীর্ঘ ৫০ বছরেরও অধিক সময় দেশের বৃহত্তর জেলা রাঙামাটির কয়েক লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির নামে একটি সংগঠন। এই সংগঠনের দীর্ঘদিনের নৈরাজ্য-চাঁদাবাজি ও ফিটনেস বিহীন পুরাতন গাড়ী দিয়ে রাঙামাটির যাত্রীদের শোষণ করে আসছে। প্রতি নিয়ত এই ধরনের গাড়ীর কারণে যাত্রী সাধারণ দূর্ঘটনা কবলিত হচ্ছে। এই শোষণের প্রতিবাদে দীর্ঘদিন ধরে রাঙামাটির সাধারণ যাত্রীরা প্রতিবাদ করে আসলেও কোন প্রকার ব্যবস্থা গ্রহন করেনি তারা।

তাই এই সমস্যা থেকে যাত্রীদের পরিত্রাণ দিতে রাঙামাটিতে আত্মপ্রকাশ করেছে রাঙামাটি যাত্রী কল্যাণ সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রাঙামাটিবাসীদের উন্নত যাত্রী সেবার মান বাড়াতে মাঠে থাকবে বলে জানান নেতৃবৃন্দ।


সংবাদ সম্মেলনে আনোয়ার মিয়া বানু, জাহাঙ্গীর আলম মুন্না ছাড়াও রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পণের সম্পাদক একেএম মকছুদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জহির আহমদ সওদাগর, সাংবাদিক নন্দন দেবনাথসহ রাঙামাটি যাত্রীকল্যাণ সমিতির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions