প্রকাশঃ ০৫ ফেব্রুয়ারী, ২০২০ ০৩:৩৯:৩৩
| আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৪ ০৩:৩০:৪৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। " পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ"এই প্রতিপাদ্যে বুধবার সকালে রাঙামাটিতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রন্থাগার দিবস উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সরকারি গণগ্রন্থাগার এ-র আয়োজনে শহরের বনরুপা থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে রাঙামাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা পরিষদ এসে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় জেলা সরকারি গ্রন্থাগার রাঙামাটি লাইব্রিয়ান সুনীল ময় চাকমা এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসলাম উদ্দিন, রাঙামাটি সরকারি কলেজ এর লাইব্রেরিয়ান, মঈন উদ্দিন তারিকসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার জ্ঞান ভিত্তিক জাতি গঠনের জন্য নানা উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেছে। জ্ঞানভিত্তিক জাতি গঠনের লক্ষ্য পূরণের জন্য গ্রন্থাগারের বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের গ্রন্থাগারমুখী করার জন্য অভিভাবকদের আহবান জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, সমাজের নৈতিক অবক্ষয়রোধে বই পড়ার বিকল্প নেই। যে যত বেশি বই পড়বে সে ততই উন্নত হবে। বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমেই শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।