প্রকাশঃ ০৫ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৩০:৫৯
| আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৪ ০২:২৬:৩৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে রাঙামাটিতে মাদক বিরোধী যৌথ অভিযানে ৮জনকে আটক করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস। মঙ্গলবার সকাল হতে বিকাল পর্যন্ত সদর উপজেলার কেইল্লা মুড়াও ৮০পরিবার এলাকার বিভিন্ন স্থানে জেলা মাদক বিরোধী টাস্কফোস অভিযান চালিয়ে ১৮৮ লিটার চোলাই মদ উদ্ধারসহ জনপ্রতি ৩হাজার জরিমানা করে ৮জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রল্লব হোম দাশের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ,নৌ-পুলিশ পরিদর্শক মো: মোশারফ হোসেন ভুইয়া ও তার দল, জেলা পুলিশ বাহিনী ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের অংশ গ্রহনে জেলা সদরের কেইল্লা মোড়া ও আশি পরিবারসহ বিভিন্ন স্থানে এঅভিযান পরিচালনা করা হয়।
মাদকবিরোধী টাস্কর্ফোস অভিযানে ৬টি মাদক মামলা রুজু করা হয়েছে। তন্মধ্যে একটি ১টি মামলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ৩হাজার টাকা জরিমানা করে ঘটনাস্থলে নিষ্পত্তি করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. জসিম উদ্দীন বাদী হয়ে ৫টি মামলা কোতয়ালি থানায় দায়ের করেন।
আসামীর নাম : গ্রেফতারকৃত আসামীরা হলেন-শিমলা বড়–য়া ওরফে পম্পি বড়–য়া (২৪),আলো বড়–য়া (৪৫),চন্দন ত্রিপুরা (৪৫),জুয়েল ত্রিপুরা (২১)। পলাতক আসামীরা হলেন- মঙ্গল চাকমা (৪৫), সানুবাই মারমা (৩৫)ও চন্দ্রমুখী ত্রিপুরা (৬০)।