প্রকাশঃ ০৩ ফেব্রুয়ারী, ২০২০ ১০:৪৪:০১
| আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৪ ১০:৪৫:২৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে বান্দরবানে মাস ব্যাপি ক্রিকেট প্রশিক্ষন শুরু হয়েছে ।
সোমবার বিকালে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচির আওতায় জেলা সদরের সুয়ালক ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে মাসব্যাপি এই ক্রিকেট প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর।
অনুষ্ঠানে ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শাহ নেওয়াজ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিন উদ্দিন, ক্রিকেট প্রশিক্ষক ও বান্দরবান জেলার সহকারি কোচ তপন ত্রিপুরা,সাইনিং স্পোটস একাডেমির হেড কোচ কুলসুমা বেগম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
মাস ব্যাপি এই ক্রিকেট প্রশিক্ষনে বান্দরবান সদরের ২০জন ছাত্র ও ১০জন ছাত্রী অংশ নেবে বলে জানান বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।