প্রকাশঃ ০২ ফেব্রুয়ারী, ২০২০ ১০:২১:০৯
| আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৪ ০৮:৩৩:০১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “ সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বর্নাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপলক্ষে রবিবার সকালে বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সবার সহযোগিতা কামনা করে। বক্তারা এসময় সমাজের প্রতিটি ব্যক্তিকে নিরাপদ খাবার ক্রয় ও ভোগ করার অনুরোধ ও জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো.শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.ওমর ফারুকসহ বান্দরবান জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।