কাপ্তাই লেকে মাছের ঘোনার পাশে অবৈধ বাঁধ ভেঙ্গে দিয়েছে মৎস্য উন্নয়ন কর্পোরেশন

প্রকাশঃ ০২ ফেব্রুয়ারী, ২০২০ ১০:১৮:৫৯ | আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৪ ০৮:২৭:০৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির লংগদু উপজেলায় রাঙ্গিপাড়া ইউনিয়নে আগর বাগান সংলগ্ন এলাকায় মো: গিয়াস উদ্দিন স্কাভেটর এর মাধ্যমে হ্রদের পাড়ের মাটি কেটে কাপ্তাই হ্রদের ঘোনায় অবৈধ বাঁধ নির্মাণ করার অভিযোগ পাওয়ার যায়।

অভিযোগের প্রেক্ষিতে  গোপন সংবাদের মাধ্যমে সরেজমিনে পরিদর্শন করে অবৈধ বাঁধ নির্মাণ সত্যতা পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার এবং কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, রাঙামাটি’র ব্যবস্থাপক ও রাঙ্গিপাড়া ইউনিয়নের মেম্বার, মো: গিয়াস উদ্দিন’কে কাপ্তাই হ্রদের ঘোনায় অবৈধ বাঁধটি ভাঙ্গার জন্য অনুরোধ করলেও তিনি বাঁধটি না ভাঙ্গায় গত ২৮ জানুয়ারি বামউক, রাঙামাটি’র ব্যবস্থাপক নৌ-পুলিশ ও স্থানীয় শ্রমিকদের দিয়ে অবৈধ বাঁধটি ভেঙ্গে হ্রদের সাথে পূনঃরায় সংযুক্ত করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions