বান্দরবানে সেনাবাহিনীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশঃ ০২ ডিসেম্বর, ২০১৯ ১২:২০:৫০ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৮:২৫:৪৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। শান্তি চুক্তির ২২তম বর্ষপূতি উপলক্ষে সেনাবাহিনীর আয়োজনে বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়।
 
প্রীতি ফুটবল ম্যাচে বান্দরবান পৌরসভা দল ও বান্দরবান সদর উপজেলা দল অংশ নেয়। এসময় প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লে:কর্ণেল আখতার উস সামাদ রাফি,(বিএসপি-পিএসসি), ৭ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে:কর্ণেল মাকসুদুল হাকিম(এমফিল-এমপিএস), সেনা রিজিয়নের  জি টু আই মেজর মো:ইফতেখার হোসেন(পিএসসি) , সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা।

এসময় প্রীতি ফুটবল ম্যাচে বান্দরবান পৌরসভা দল ও বান্দরবান সদর উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে।

ম্যাচ শেষে বিজয়ী বান্দরবান পৌরসভা দল ও বিজীত বান্দরবান সদর উপজেলা দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিরা।
 
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions