বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার

প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০১৯ ০৮:৪৬:৫৩ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০১:০৯:১৪
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড -২৭ (বিজিবি) মারিশ্যা জোনের জোয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে। রোববার  ভোর রাতে উপজেলার মোরগুনা ছড়া এলাকায় নদীর পার থেকে এসব কাঠ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ২৭ জোয়ানরা অভিযান চালিয়ে মোরঘোনা ছড়া এলাকার নদীর পাড়ে বিপুল পরিমাণ অবৈধ শীল কড়াই, সেগুন, গামারী গাছ জব্দ করেছে। জব্দকৃত কাঠের পরিমাণ ২২৩ঘনফুট। আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৯২ হাজার ৩৬০ টাকা। পরে জব্দকৃত কাঠগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৭ বিজিবির জোন কমান্ডার লে.কর্ণেল মো. মাহবুবুল ইসলাম পিএসসি জানান, দেশের সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারী, মাদক পাচার, মানব পাচার রোধ এবং দেশের সীমান্ত রক্ষায় বিজিবি অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে।

সীমান্তবর্তী যে কোন সমস্যা সমাধানে বিজিবি কাজ করছে এবং কাজ করে যাবে। আর এ ধারাবাহিকতায় দেশের সম্পদ রক্ষায় বিজিবি অভিযান পরিচালনা করে অবৈধ কাঠগুলো জব্দ করেছে বলে জানান তিনি।

বাঘাইছড়ি বন বিভাগ বিভাগের কর্মকর্তারা জানান, পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions