উজানীপাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালন

প্রকাশঃ ১০ নভেম্বর, ২০১৯ ০৮:৪২:৩১ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ১০:৫৭:১১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। যথাযথ ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বান্দরবানের উজানীপাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদ্যাপিত হয়েছে । রোববার সকাল থেকে নানা আয়োজনে বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা ও সেবক সংঘের আয়োজনে বিহার প্রাঙ্গনে এই  দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়।

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে সকালে প্রথমেই জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন ও মঙ্গলসুত্র পাঠ এর মাধ্যমে পূজনীয় ভিক্ষুসংঘের পিন্ডাচরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়, এর পরপরই পঞ্চশীল প্রার্থনা, সদ্ধর্ম দেশনা, অষ্ট পরিষ্কারদান ও মহাসংঘদান অনুষ্টিত হয়।

বিকেলে বিহার প্রাঙ্গনে পঞ্চশীল প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় বিহারের বিহার অধ্যক্ষ ড.সুবন্ন লংকারা মহাথের উপস্থিত থেকে পঞ্চশীল প্রার্থনা প্রদান করেন। এসময় ধর্মদেশনা প্রদান করেন নাইক্ষংছড়ি বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আবাসা মহাথের,চিৎমরম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরসহ বিভিন্ন বিহারের বিহারাধ্যক্ষবৃন্দ।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বোমাং সার্কেলের রাজা উচপ্রু,অতিরিক্ত জেলা প্রশাসক মো:রবিউল আলম, রাজকুমার চহ্লাপ্রু জিমিসহ বৌদ্ধ ধর্মালম্বী পূজারীরা উপস্থিত ছিলেন।
 
প্রবারণা পূর্ণিমা পালনের পরদিন থেকেই মাসব্যাপী বৌদ্ধ ধর্মালম্বীরা বিভিন্ন বিহারে বিহারে এই কঠিন চীবরদান অনুষ্টান উদযাপন করে থাকে আর এই কঠিন চীরব দানের মধ্য দিয়ে পরিবার ও দেশের মঙ্গল প্রার্থনা করে দায়ক দায়িকারা।
 
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions