খাগড়াছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে

প্রকাশঃ ০২ নভেম্বর, ২০১৯ ০৭:১৪:১৫ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০২:০০:০৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভার মাধ্যমে খাগড়াছড়িতে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও  জেলা সমবায় বিভাগের আয়োজনে  শনিবার সকালে পৌর টাউনহলের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক হয়ে জেলা অফিসার্স ক্লাবের সামনে শেষ হয়। পরে অফিসার্স ক্লাব হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা সমবায় বিভাগের আহ্বায়ক খগেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।   
      
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ,খাগড়াছড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ, পৌর মেয়র রফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: শওকত উল ইসলাম,জেলা সমবায় কর্মকর্তা রতœ কান্তি রওয়াজা উপস্থিত ছিলেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মো. মুর্তুজা আলী, খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি সভাপতি মধুসূদন দেবনাথ, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সভাপতি তপন কান্তি দে প্রমুখ।
আলোচনাসভা শেষে  জেলার শ্রেষ্ঠ ৫টি সমবায় ও ৫জন সংগঠককে পুরস্কৃত করা হয়। জেলার সমবায় সমিতি ক্যাটাগরী অনুযায়ী পাঁচ টি শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছে খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিঃ, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ , প্রচেষ্টা বহুমূখী সমবায় সমিতি লিঃ, খাগড়াছড়ি রাজমিস্ত্রী সমবায় সমিতি লিঃ, পার্বত্য জোত মালিক সমবায় সমিতি লিঃ ।
 
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions