লামায় বালু তোলার ড্রেজার মেশিন পুড়িয়ে দিল প্রশাসন

প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০১৯ ১১:৫৬:৩৫ | আপডেটঃ ১২ মে, ২০২৪ ১১:১১:৪৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরগারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন পুড়িয়ে নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

লামা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ফাঁসিয়াখালী  ইউনিয়নের সাপেরগারা ও বগাইছড়ি এলাকায় ঝিরি, ছড়া এবং নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করা হচ্ছে। একাধিক সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে  এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমান আদালত অভিযানে উপস্থিত ছিলেন লামা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা, লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল হক ও পুলিশের সদস্যরা ।

অভিযানকালীন সময়ে ২টি ড্রেজার মেশিন ও কয়েকশত ফুট পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions