রাজস্থলীতে অপহরনের ১৫ ঘন্টা পর বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান দিপুময় তংচঙ্গ্যার লাশ উদ্ধার

প্রকাশঃ ২৩ অক্টোবর, ২০১৯ ১২:০২:২৬ | আপডেটঃ ০৩ মে, ২০২৪ ০৯:০৬:৫৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির রাজস্থলীতে অপহরনের ১৫ ঘন্টা পর বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান দিপুময় তংচঙ্গ্যার লাশ  করেছে পুলিশ। রাঙামাটির রাজস্থলীর জিরো মাইল থেকে গতকাল বেলা ৩টা আরো পরে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা অপহরন করে নিয়ে যায়। আজ বুধবার সকাল সাড়ে সাতটার সময় পাশ^বর্তী জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।  নিহতের মাথায় গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার জন্য এলাকাবাসী আঞ্চলিক দলগুলোকে দায়ী করেছে। লাশ উদ্ধারের পর পরই এলাকাবাসী বিক্ষোভ করেছে। 

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল আহাম্মেদ জানিয়েছেন সকাল সাতটার সময় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নিরাপত্তা বাহিনীকে খবর দেয়। এসময় আমি ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় হেডম্যান দিপময় তংচঙ্গ্যার মরদেহ পড়ে থাকতে দেখি।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি পাঠানোর কথা রয়েছে।

নিহত দীপময় তংচঙ্গ্যা ৩৩৩নং ঘিলাছড়ি মৌজার হেডম্যান, সাবেক ইউপি চেয়্যারম্যান ও রাজস্থলী বিএনপির সহ সভাপতি।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions