পার্বত্যমন্ত্রীর মাতা মা চ য়ই এর সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠিত

প্রকাশঃ ১৮ অক্টোবর, ২০১৯ ০৮:৩৩:০০ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০৭:১১:১২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির মাতা মা চ য়ই এর সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বান্দরবান  সদরের খিয়ং ওয়া কিয়ং বৌদ্ধ বিহারে বৌদ্ধ পূজা, মহাসংঘদান, অষ্টপরিষ্কার দান, ছোয়াইং দানসহ বিভিন্ন দানীয় বস্তু দানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বান্দরবান খিয়ং ওয়া কিয়ং বৌদ্ধ বিহারে বৌদ্ধ পূজা, মহাসংঘদান, অষ্টপরিষ্কার দান, ছোয়াইং দান, চীবরদান, বিভিন্ন দানীয় বস্তু দান অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন ডাকবাংলা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘনায়ক ও রাজনিকায় নন্দবংশ মহাথের, মিনঝিড়ি পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ নন্দবংশ মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি পঞঞনন্দ মহাথের, নাইক্ষ্যংছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ক্ষেমাচারা মহাথের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.জিন বোধি মহাথের, ভাঙ্গামুড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ ঞানা মহাথের, উজানীপাড়া মহা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ সুবর্ণলংকার মহাথের, উদালবনিয়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশুদ্ধনন্দ মহাথের, পুলপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষউ বিচাবিন্দ মহাথের, ভাঙ্গামুড়া মুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ ইন্দবাসা মহাথের, খিয়ং ওয়া কিয়ং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ পঞঞা জোত মহাথের (উচহ্লা ভান্তে) সহ বিভিন্ন বিহার থেকে আগত শতাধিক বৌদ্ধ ভিক্ষুরা।

এসময় সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে বান্দরবান খিয়ং ওয়া কিয়ং বৌদ্ধ বিহারে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মিনী মেহ্লা প্রু, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সদস্য মো: শফিকুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য ক্যসাপ্রু, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সদস্য ¤্রাচা খেয়াং, সদস্য ক্যনে ওয়ান চাক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান রাজুমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, বিশিষ্ঠ ঠিকাদার ও সমাজ সেবক অমল কান্তি দাশ, ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহস্রাধিক নারী পুরুষেরা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে বান্দরবান সদরের ফায়ার সার্ভিসস্থ বাসভবনে মন্ত্রী বীর বাহাদুরের মাতা মা চ য়ই (৮৫) বছর বয়সে পরলোকগমন করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions