দাওয়াত দেয়া সত্বেও আসেননি সন্তু লারমা

প্রকাশঃ ১৭ অক্টোবর, ২০১৯ ০১:৫৭:৩৫ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ১০:০৩:৩৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে দুইদিনব্যাপী বিশেষ আইন শৃঙ্খলা সভার দ্বিতীয় দিন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় ওরফে সন্তু লারমাকে দাওয়াত দেয়া সত্বেও তিনি আসেননি এবং তার কোন প্রতিনিধি পাঠাননি।

বিভিন্ন হেডম্যান কার্বারী ও চাকমা সার্কেল ব্যারিষ্টার দেবাশীয় রায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানকে বিশেষ সভায় দাওয়াত দরকার ছিল এমন মন্তব্য করার পর অনুষ্ঠানের সভাপতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশেসিং বলেন, সন্তু লারমা মহোদয়কে পার্বত্য মন্ত্রনালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে দাওয়াত হয়েছে এবং তাকে বলা হয়েছে তিনি যেন এখানে উপস্থিত থাকেন, আর কোন কারনে যদি তিনি উপস্থিত থাকতে না পারেন তাহলে তার যেন প্রতিনিধি পাঠান।কিন্তু তিনি তো আসেননি, তার কোন প্রতিনিধিও পাঠাননি এটা খুব দু:খজনক।

তিনি আরো জানান, সরকারি অনুষ্ঠানে তার বা প্রতিনিধির অনুপস্থিতির বিষয়টি সরকারের উচ্চ মহলে অবহিত করা হবে।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions