ভারতের সাথে চুক্তি বাতিল ও আবরার হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

প্রকাশঃ ১৪ অক্টোবর, ২০১৯ ০৫:৪৫:৫৮ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৯:৫৩:৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ভারতের সাথে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল, সন্ত্রাস, দুর্নীতি, মদ জুয়া, খুন, ধর্ষণ বন্ধ ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের খুনীদের ফাঁসির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা আমীর জসিমউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক নুর হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক ইমাম হোসেন ও সদস্য নাসির উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, নতজানু আওয়ামীলীগ সরকার ভারতের সাথে একের এক দেশবিরোধী চুক্তি করে বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্য পরিণত করতে চায়। ভারত বাংলাদেশ থেকে পানি, চট্টগ্রাম বন্দর ব্যবহার, গ্যাস নিলেও বিনিময়ে বাংলাদেশকে কিছু দিচ্ছে না। বাংলাদেশের দীর্ঘদিনের চাওয়া তিস্তা পানি, ফারাক্কা চুক্তি ভারত সরকার করছে না।

বক্তারা আরো বলেন, সামাজিক মাধ্যমে ভারত বিরোধী ষ্টাটাস দেয়ায় জঘন্যভাবে পিটিয়ে  খুন করা হয় মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে, বক্তারা অবিলম্বে আবরার হত্যাকারীদের বিচারের আওতায় এনে ফাসি দাবি করেন।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions