মারিশ্যা জোনের উদ্যেগে সোলার প্যানেল ও জেনারেটর বিতরন

প্রকাশঃ ১৪ অক্টোবর, ২০১৯ ০৫:৪১:৩৯ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০১:২৫:৩৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোনের বিজিবির উদ্যেগে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এবার ১ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে জেনারেটর ও সোলার প্যানেল বিতরন করা হয়েছে।

আজ সোমবার সকালে মারিশ্য জোন সদর দপ্তরে মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাহাবুবুল ইসলাম পিএসসি এসব সামগ্রী বিতরণ করেন। এসময় বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু কাইয়ুম, ও বাঘাইছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাহার সরকারসহ বিভিন্ন ব্যাক্তি উপস্থিত ছিলেন।

মারিশ্যা জোন কমান্ডার গরীব ও অসহায়দের নগদ অর্থ প্রদানের পাশাপাশি মুসলিমব্লক কেন্দ্রীয় জামে মসজিদ এর জেনারেটর ও কবরস্থানের জন্য সোলার প্যানেল বিতরন করেন।

এসময় জোন কমান্ডার বলেন, পাহাড়ে সীমান্ত পাহাড়া ও আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়ন কাজ করে যাচ্ছে। এধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions