বান্দরবানে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০১৯ ০৪:১১:৫২ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৪:৫০:৪১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “ নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

পরে র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বান্দরবান ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে  সচেতনমূলক অগ্নিনির্বাপণ এক মহড়া প্রদর্শন করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions