খাগড়াছড়ির বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দোস্ত মোহাম্মদ চৌধুরী আর নেই

প্রকাশঃ ১১ অক্টোবর, ২০১৯ ০১:৫০:০৫ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ১২:৪৪:৩৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধের সময়ের  খাগড়াছড়ির পার্বত্য অঞ্চলের অন্যতম সংগঠক  বীরমুক্তিযোদ্ধা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব দোস্ত মোহাম্মদ চৌধুরী আজ শুক্রবার ভোর রাতে (রাত সাড়ে ৩টার দিকে) খাগড়াছড়ি এপিবিএন সড়কে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে  তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

বীরমুক্তিযোদ্ধা খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব দোস্ত মোহাম্মদ চৌধুরীর মৃত্যুতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কৃজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার  গভীর শোক প্রকাশ করেছেন । এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষথেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

আজ শুক্রবার বাদ আছর খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা  হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions