সংগঠনের দুর্নীতিগ্রস্থ নেতা-কর্মীদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না

প্রকাশঃ ১০ অক্টোবর, ২০১৯ ১২:৩৭:১৯ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৬:৫৯:৩৫
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি(রাঙামাটি)। পার্বত্য শান্তি চুক্তি যথাযথ বাস্তবায়ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল রাজনৈতিক দলের কর্মীদের সাথে সৌহাদ্য পূর্ন মনোভাব নিয়ে কাজ করতে হবে। টেন্ডারবাজি কিংবা দুনীতি গ্রস্থ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না।

বুধবার (৯ সেপ্টেম্বর) জুরাছড়ি উপজেলায় বাংলাদেশ ছাত্র লীগের নব গঠিক কমিটির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবর্তক চাকমা একথা বলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিশ্রামাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ছাত্রলীগের সভাপতি জ্ঞান মিত্র চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চারু বিকাশ চাকমা, যুব লীগের সভাপতি সুমতি দেওয়ান, সাধারন সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, মহিলা আওয়ামী লীগের সভাপতি কল্পিতা চাকমা উপস্থিত ছিলেন।
সভায় প্রবর্তক চাকমা আরো বলেন, সুশৃংখল ভাবে ছাত্রলীগের কাউন্সিল সম্পাদন করা হয়েছে। তারই ধারা বাহিকতায় ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কাউন্সিল সম্পাদন করা হবে। আগামী ২৮ অক্টোবর গণতান্ত্রীক পদ্ধতি অনুসরন করে উপজেলা আওয়ামী লীগ কাউন্সিল সম্পাদনে সকলকে সহযোগীতায় এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় ছাত্র লীগের সাধারণ সম্পাদক সুদীপ্ত চাকমা (বাচ্চু) ধারা সঞ্চলনায় বক্তব্য রাখেন, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিতা চাকমা, দুনীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দে, ছাত্র লীগের সহ-সভাপতি প্রিয়াস চাকমা প্রমূখ।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions