রাঙামাটির ৪১ টি পূজা মন্ডপে উৎসব মুখর পরিবেশে দুর্গা পুজা পালিত হচ্ছে

প্রকাশঃ ০৫ অক্টোবর, ২০১৯ ০৩:৫৬:০৬ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ১০:১৬:৪৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মহা ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে রাঙামাটির ৪১ টি পুজা মন্ডপে শুরু হয়েছে শারদীয়া দূর্গোৎসব। প্রতিটি মন্ডপে মন্ডপে  সন্ধ্যায় সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে পুরোহিতরা মায়ের আগমন ঘটায়।

মহাসপ্তমী শুরু হবে ২০১৯ সালের ৫ অক্টোবর শনিবার । সকালে নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু শাস্ত্র মতে ঢাকে কাঠি পড়বে পুজোর। ৬ অক্টেবার  মহাঅষ্টমী রোববার দিন। অষ্টমীর দুপুর ১:৫৭ মিনিটে সন্ধিপুজের সময় শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে ২ :৪৫ মিনিটে। নবমী ও দশমী মহানবমী আগামী ৭ অক্টোবর, অর্থাৎ সোমবার। ৮ অক্টোবর মঙ্গলবার মহাদশমী মহা বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। বিকালে কাপ্তাই হ্রদের প্রতিমা বিসর্জণের মধ্যে দিয়ে শেষ হবে শারদীয়া দূর্গোৎসব।

এবছর সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গোৎসব তিন পার্বত্য জেলায় ১২২ টি পূজা মন্ডপে উৎসব মুখর পরিবেশে আজ থেকে শুরু হচ্ছে। রাঙামাটি জেলায় ৪১ টি, বান্দরবানে ২৭ টি ও খাগড়াছড়িতে ৫৪ টি পূজা অনুষ্ঠিত হচ্ছে।

আজ মহাপঞ্চমীর মধ্যে দিয়ে সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গোৎসব আনুষ্ঠঅনিকতা শুরু হয়। গতকাল রাঙামাটির বিভিন্ন মন্দিরে মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান মালা।

রাঙামাটির ঐতিহ্যবাহী মন্দির শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের ধ্যানমগ্ন মা মমতাময়ী মা দুর্গা থীমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটির গন্যমান্য ব্যক্তিবর্গ ও মন্দির কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 
মঙ্গঁল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের শারদীয়া দূর্গোৎসবের উদ্বোধন করা হয়েছে।

এদিকে আমাদের কাউখালী, নানিয়ারচর, বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি রাজস্থলী ও কাপ্তাই উপজেলা প্রতিনিধিরা জানিয়েছেন, উপজেলার প্রতিটি মন্দিরে মন্দিরে মহা পঞ্চমীর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া প্রতিটি মন্দিরে মন্দিরে শারদীয় দূর্গোৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে।

এবার রাঙামাটি সদরে ১৪টি এবং ১টি ব্যক্তিগতসহ পুরো জেলাতে মোট ৪১টি পূজো অনুষ্টিত হতে যাচ্ছে। তবে নানিয়ারচড়ের বুড়িঘাট একটি পূজো না হওয়াতে এবার অন্যান্য বারের চাইতে একটি কম হচ্ছে। এবার বিজয়া পুনর্মিলনী হচ্ছে দুটি একটি রাঙামাটি সদরে, একটি কাপ্তাই।

বাঘাইছড়ি উপজেলায় : ১৫) শ্রী শ্রী কালী মন্দির মারিশ্যা, ১৬) শ্রী শ্রী হরি মন্দির করেঙ্গাতলী, ১৭) শ্রী শ্রী জগন্নাথ মন্দির দুরছড়ি, ১৮) শ্রী শ্রী জগন্নাথ মন্দির মাচালং।

লংগদু উপজেলায় : ১৯) শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবা তিনটিলা, ২০) শ্রী শ্রী হরি মন্দির মাইনীমুখ বাজার, ২১) শ্রী শ্রী শিব মন্দির মাইনীমুখ, ২২) শ্রী শ্রী জগন্নানাথ মন্দির পুজা মন্ডপ লংগদু সদর (ব্যক্তিগত)।

বরকল উপজেলায় : ২৩) শ্রী শ্রী হরি মন্দির বরকল বাজার, ২৪) শ্রী শ্রী হরি মন্দির সুবলং বাজার।

জুরাছড়ি উপজেলায় : ২৫) শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম যক্ষাবাজার।

বিলাইছড়ি উপজেলায় : ২৬) শ্রী শ্রী কালী মন্দির বিলাইছড়ি বাজার।

কাপ্তাই উপজেলায় : ২৭) শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির রাইখালী বাজার, ২৮) শ্রী শ্রী দক্ষিনেশ্বরী সিদ্বেশ্বরী কালী মন্দির মিশন এলাকা, ২৯) শ্রী শ্রী আদি নারায়ন বৈদান্তিক গীতামন্ডল মিশন এলাকা, ৩০) শ্রী শ্রী প্রকল্প হরি মন্দির কয়লার ডিপু চন্দ্রঘোনা, ৩১) শ্রী শ্রী সীতা সংঘ লোকনাথ মন্দির শিলছড়ি, ৩২) শ্রী শ্রী জয়কালী মন্দির লগ গেইড, ৩৩) শ্রী শ্রী সার্বজনীন মাতৃ মন্দির ব্রিক ফিল্ড এলাকা।


রাঙামাটি সদরে যেসব মন্ডপে পুজা হচ্ছে সেগুলো হচ্ছে ১) শ্রী শ্রী গীতাশ্রম রিজার্ভ বাজার, ২) আইচ ভবন রিজার্ভ বাজার, ৩) শ্রী শ্রী হরি মন্দির, ১৬ নং টিলা শান্তিপুর, ৪) শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির নতুন জালিয়া পাড়া,৫) শ্রী শ্রী নারায়ন মন্দির পুরাতন বাসস্টেশন, ৬) শ্রী শ্রী রক্ষা কালী মন্দির তবলছড়ি, ৭) শ্রী শ্রী দুর্গা মাতৃ মন্দির স্বর্নটিলা, ৮) শ্রী শ্রী শীতলা মন্দির আসামবস্তি, ৯) শ্রী শ্রী কালী মন্দির ভেদভেদী, ১০) শ্রী শ্রী দূর্গা মাতৃমন্দির কলেজ গেইট, ১১) শ্রী শ্রী দশভূজা মন্দির কালিন্দীপুর, ১২) শ্রী শ্রী দুর্গা মন্দির কাঠালতলী, ১৩) শ্রী শ্রী অখন্ড মন্ডলী মন্দির গর্জনতলী, ১৪) শ্রী শ্রী কালী মন্দির কিল্ল্যামুড়া।

কাউখালী উপজেলায়: ৩৪) শ্রী শ্রী গীতা মন্দির কাউখালী বাজার, ৩৫) শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির তালুকদার পাড়া, বেতবুনিয়া, ৩৬) শ্রী শ্রী গীতা মন্দির মাষ্টার ঘোনা বেতবুনিয়া, ৩৭) শ্রী শ্রী গীতা মন্দির ঘাগড়া।

রাজস্থলী উপজেলায় :  ৩৮) শ্রী শ্রী হরি মন্দির রাজস্থলী বাজার, ৩৯) শ্রী শ্রী দক্ষীণেশ্বরী কালী মন্দির বাঙ্গাল হালীয়া, ৪০) শ্রী শ্রী কৃষ্ণ মন্দির ছাগল খাইয়া পাড়া বাঙ্গাল হালিয়া।

নানিয়ারচ উপজেলায় : ৪১) শ্রী শ্রী জগন্নাথ মন্দির নানিয়ারচড় বাজার।

এছাড়া এবার বিজয়া পুনর্মিলনী অনুষ্টিত হবে রাঙামাটি এবং কাপ্তাই দুইটা। 

 
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions