বান্দরবানে বিদেশী নাগরিক আটক

প্রকাশঃ ৩০ অগাস্ট, ২০১৯ ১২:৪১:১৫ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০১:২২:০৪
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। বান্দরবানে অনুমতি না নিয়ে বেড়াতে এসে এক বিদেশি নাগরিক আটক হয়েছেন। তার নাম মনিকা জিরেল (২৫)। তিনি নেপালের নাগরিক। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে বান্দরবান রোয়াংছড়ি থেকে তাকে আটক করা হয়। জেলা প্রশাসনের  অনুমতি না থাকায় তাকে আটক করা হয়।

বান্দরবান সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, বান্দরবান ভ্রমণের জন্য জেলা প্রশাসকের অনুমতির প্রয়োজন হয়। সেটি তার কাছে নেই। বর্তমানে অনুমতির জন্য কার্যক্রম চলছে। যদি অনুমতি পান, তাহলে তিনি রোয়াংছড়ি বেড়াতে পারবেন। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চট্টগ্রাম ফেরত পাঠানো হবে। তিনি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটির দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

জানা যায়, বান্দরবানের রোয়াংছড়ির ওয়াগ্যাই পাড়ার পিংকি তঞ্চঙ্গ্যা চীনে মনিকা জিরেলের বড় বোনের সঙ্গে চাকরি করেন। চীন থেকে পিংকি বাংলাদেশে ফিরে বান্ধবীর ছোট বোন মনিকা জিরেলের সঙ্গে দেখা করে ও তাকে নিয়ে রোয়াংছড়ির নিজ বাড়িতে বেড়াতে চলে আসেন।  গোয়েন্দা পুলিশের মনিকাকে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মনিকা জিরেল নেপালি পরিচয় দিলে অনুমতি ছাড়া বান্দরবানে প্রবেশ করার কারণে আটক করে বান্দরবান সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions