এলজিইডি প্রায় ২ কোটি টাকা ব্যয়ে রোয়াংছড়ি হতে বাঘমারা- লিরাগাওঁ রাস্তার কাজ বাস্তবায়ন করছে

প্রকাশঃ ২৫ অগাস্ট, ২০১৯ ০৪:৫২:৫৬ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ১২:৫৭:৪৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে ১কোটি ৯০ লক্ষ ৯৯ হাজার ৯শত ৮৮ টাকা ব্যয়ে রোয়াংছড়ি হতে বাঘমারা জিসি ভায়া লিরাগাওঁ রাস্তার কাজের অগ্রগতি হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বাঘমারা জিসি ভায়া লিরাগাওঁ রাস্তার কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা এখন আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই পাহাড়ে ব্যাপক উন্নয়নের ছোয়া লেগেছে। এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, বান্দরবানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বর্তমান সময়ে তাদের দক্ষতার মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কাজ করে যাচ্ছে এবং আগামীতে ও এই ধারা অব্যাহত রাখতে হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বান্দরবানের নির্বাহী প্রকৌশলী নাজমুস সাদাত মো:জিল্লুর রহমান জানান, বান্দরবানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক  প্রায় ২ কোটি টাকা ব্যয়ে রোয়াংছড়ি হতে বাঘমারা জিসি ভায়া লিরাগাওঁ রাস্তার কাজের ৫০ শতাংশ অগ্রগতি হয়েছে। মেসার্স অনন্ত বিকাশ ত্রিপুরা নামে একটি ঠিকাদারী প্রতিষ্টান “ বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক অবকাঠামো পূর্ণবাসন প্রকল্পের আওতায় এই কাজ করছে। এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী নাজমুস সাদাত মো:জিল্লুর রহমান আরো জানান, ২০২০ সালের ফেব্রুয়ারী মাস নাগাদ এই কাজ শেষ হওয়ার আশা রয়েছে এবং এই কাজ শেষ হলে রোয়াংছড়ি ,বাঘমারা ,খানসামা পাড়া,লিরাগাওসহ বেশ কয়েকটি পাঁড়ার জনসাধারণ বেশ উপকৃত হবে এবং সড়ক যোগাযোগ সহজ হবে।

রোয়াংছড়ি হতে বাঘমারা জিসি ভায়া লিরাগাওঁ রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্টানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো:শফিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদি হাসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী নাজমুস সাদাত মো:জিল্লুর রহমান,উপ-সহকারি প্রকৌশলী এ কে এম আলী আজহার, পার্বত্য মন্ত্রীর সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী,ঠিকাদার রাজু    বড়–য়াসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions