বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয় : পার্বত্যমন্ত্রী

প্রকাশঃ ১৭ অগাস্ট, ২০১৯ ০৬:২০:৪৯ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৩:১০:৪৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর বলেছেন, একটি দেশ একসময় এদেশকে তলাবিহীন ঝুড়ির দেশ বলত। এখন সেই দেশের প্রেসিডেন্ট বলে যদি দেশকে ডিজিটাল করতে চাও তাহলে শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিয়ে আসো, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়।

শুক্রবার বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামীলীগের আয়োজনে শোক সভায় তিনি এসব কথা বলেন। পার্বত্য মন্ত্রী আরো বলেন, দেশের ৬৪টি জেলায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সবক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া। বান্দরবান পার্বত্য জেলার ৩৩টি ইউনিয়নও এর বাহিরে নয়।

জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, ৪নং ওয়ার্ড পৌর কাউন্সিলর দিলীপ বড়–য়া, ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মুছা কোম্পানী, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাবেক যুবনেতা চৌধুরী প্রকাশ বড়–য়া সহ আরো অনেকে।

শোকসভায় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি নাগরিক যতদিন বেঁচে থাকবে বঙ্গবন্ধুর নাম এই জাতি থেকে কোন দিন মুছে যাবে না, মুছতে পারবে না। মন্ত্রী আরো বলেন, শোককে শক্তিতে পরিণত করুন। সময় সুযোগ পেলেই আওয়ামীলীগকে ধ্বংস করতে চাইবে একটি মহল, ষড়যন্ত্রের শেষ নেই। আওয়ামীলীগের প্রত্যেকটা নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে বলে জানান পার্বত্য মন্ত্রী।

শোক সভায় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions