বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

প্রকাশঃ ১৫ অগাস্ট, ২০১৯ ১২:৩৪:১১ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৫:২৫:৩৬
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। আজ ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন  নানা কর্মসুচীর আয়োজন করে।

জাতীয় শোক দিবস উপলক্ষে  সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে  থেকে একটি শোক  র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার মিলনায়তনের সামনে এসে শেষ  হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু ।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মনজুর, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীলিপ কুমার দাশ, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আলী হোসেন।

এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions