বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল আযহা উদযাপন

প্রকাশঃ ১২ অগাস্ট, ২০১৯ ০৮:৫০:৩৫ | আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৪ ১০:৪৫:৩৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদ-উল আযহা এর ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮ টায় ঈদের প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এসময় শহরের হাজার হাজার মুসল্লি একই সাথে মিলিত হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন। এসময় জামাত পরিচালনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী।

ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়। দ্বিতীয় জামাতের ইমামতি করেন বান্দরবান গোরস্থান জামে মসজিদের ইমান মাওলানা শাখের আহমেদ, এছাড়া ও বিভিন্ন সময়ে বান্দরবানের বিভিন্ন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হয়।

নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা ও আল্লাহ্র সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ঈদের নামাজ ও মোনাজাতে অংশ নেন বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং মুসলিম সম্প্রদায়ের জনসাধারণ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions